Saturday 19 June 2010

পাটের জীবন রহস্য

আমি যখন এই ব্লগটি শুরূ করি তার পূর্বমুহুর্তে শুনলাম একটি চমকপ্রদ খবর "পাটের জীবন রহস্য আবিষ্কার"। বিষয়টি কার কাছে কতটা গুরুত্বপূর্ন তা জানিনা তবে আমার কাছে বেশ।মূলত এটি একটি অনন্য অবদান যা দেশের ভাবমূর্তি ও অর্থনীতিকে সামনে এগিয়ে নিয়ে যাবে বলে আমি মনে করি। আরেকটি ব্যপার হলো আমার শৈশব ও কৈশর কাটে একটি বৃহৎ পাটকল এলাকায়। তাই পাটের প্রতি দূর্বলতা তো আছেই। সেই পাটকলটি অবশ্য বন্ধ হয়েগেছে বেশ কয়েক বছর আগে। লোকসানে দায়ে এশিয়ার র্বৃহতম পাটকলটি বন্ধ হয়ে যাওয়ার পর এদেশের পাটশিল্প বড়ধরনেব হুচট খায়।আজ যখন এই সংবাদটি শুনলাম তখন মনে হলো হয়তোবা আবার ফিরে আসবে সোনালী আঁশের সেই হারিয়ে যাওয়া ঐতিহ্য।